মামলার কার্যক্রম:-
ফৌজদারী কার্যবিধির ১৫৪ ধারা অনুসারে ধর্তব্য অপরাধের খবর থানায় অফিসার ইনচার্জ এর নিকট এলে মামলা রুজু করতে হয়। অপরাধের খবর পুলিশ নিজেও সংগ্রহ করতে পারে। কিংবা কারো দরখাস্তের ভিত্তিতে বা মৌখিক তথ্যের ভিত্তিতে থানায় মামলা রুজু করা হয়।ফৌজদারী ধর্তব্য মামলা রুজুর পর থানার অফিসার ইনচার্জ নিজে কিংবা অন্য অফিসারদের মাধ্যমে (সাবইন্সপেক্টর এর নিচে নয়) তা তদন্ত করাতে পারেন।
কোনো ফৌজদারী ধর্তব্য অপরাধের ক্ষেত্রে সরাসরি থানায় কিংবা সংশ্লিষ্ট আদালত কিংবা ট্রাইবু্নালে অভিযোগ করা যায়। থানায় রুজুকৃত মামলার তদন্ত থানায় অফিসারগণ কিংবা পুলিশ সুপারের নির্দেশে জেলার গোয়েন্দা শাখা কর্তৃক করানো হয়। আদালতে অভিযোগ করা হলে তা আদালত সরাসরি আমলে নিতে পারেন কিংবা থানার অফিসার ইন-চার্জের মাধ্যমে তার তদন্ত করাতে পারেন।
কোনো ধর্তব্য ফৌজদারী অপরাধের সংবাদ যে কেউ থানায় দিতে পারে। এই সংবাদ মৌখিকভাবে কিংবা লিখিতভাবে দেয়া যায়। মৌখিক সংবাদ দিলে তা থানায় অফিসার ইনচার্জ লিখে নিবেন। পরে সংবাদ দাতাকে তা পড়ে শোনাতে হবে এবং সংবাদ দাতা তাতে স্বাক্ষর করবেন। টেলিফোন বা ই-মেইলের মাধ্যমে থানায় মামলা রুজু করা যায় না।