ভিআইপি/ভিভিআইপি
যেসব ব্যক্তি অবস্থান, দায়িত্ব ও মর্যাদার দিক দিয়ে বিশেষ গুরুত্ব বহন করেন এবং যাদের নিরাপত্তা হানি হলে দেশ ও জাতি গভীর সংকটে পতিত হয় তাদের ভিভিআইপি বা ভিআইপি বলা হয়৷ বাংলাদেশের আইন অনুসারে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানগণ ভিভিআইপি মর্যাদা ও নিরাপত্তা ভোগ করেন। তাছাড়া জাতির জনকের পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তা বিধানের আইন রয়েছে।
তাছাড়া সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রীগণ এবং অন্যান্য উচ্চ পদমর্যাদার সামরিক/বেসামরিক কর্মকর্তাদের গুরুত্বপূণ ব্যক্তির মর্যাদা দেয়া হয়। সরকার যেকোন ব্যাক্তিকে ব্যবসায়িক বা অন্যান্য ক্ষেত্রে ভিআইপি ঘোষণা করতে পারেন।