অদ্য ১০-১১-২১খ্রিঃ আসন্ন ১১-১১-২০২১ খ্রিঃ বানারীপাড়া ও আগৈলঝাড়া ইউপি নির্বাচন সুষ্ঠ ও সুন্দর ভাবে পরিচালনার লক্ষে অফিসার ও ফোর্সদের ব্রিফিং প্রদান করেন যথাক্রমে বানারীপাড়া থানায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব মোঃ শাহজাহান হোসেন এবং আগৈলঝাড়া থানার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোঃ ইকবাল হোছাইন, পিপিএম। । ব্রিফিং প্যারেডে উপস্থিত অফিসার ও ফোর্সের এবং আনসার ও অন্যান্য বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন এবং নির্বাচনী আচরণবিধি মেনে ডিউটি পালনের নির্দেশ প্রদান করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ রিপন কুমার শাহা সহ অন্যান্য বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আবুল হাশেম, গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আব্দুর রব হাওলাদার, মেহেন্দীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ বাবুল আখতার প্রমুখ। এ সময় নির্বাচনকে সুষ্ঠ সুন্দর নিরপেক্ষ ও গ্রহনযোগ্য করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালনের প্রতি গুরুত্বারোপ করা হয়।