Apps

Picture

মাদক উদ্ধার এবং আটক।

Picture

গৌরনদী মডেল থানা কর্মরত এসআই(নিঃ)/মোঃ অহিদ মিয়া এএসআই(নিঃ) পিনাকি সিকদার, এএসআই(নিঃ) এসএম আসাদুল ইসলাম, সঙ্গীয় ফোর্স সহ ইং ১৪/০৮/২০২১ তারিখ গৌরনদী থানাধীন দক্ষিন পালরদী এলাকায় অভিযান পরিচালনা করিয়া আন্তজেলা মাদক ব্যবসায়ী চক্রের ০২ সদস্য বিশ্বজিৎ বনিক ও কাওসার খান দ্বয়কে আটক করিয়া তাদের হেফাজত হইতে ১০২ পিচ ইয়াবা ট্যাবলেট এবং ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেন। আসামী বিশ্বজিৎ এর বিরুদ্ধে মুলাদী থানায় ০৪ টি ও বরিশাল বিমানবন্দর থানার ০১ টি মোট ৫টি মাদক মামলা এবং আসামী কাওসার খান এর বিরুদ্ধে বরিশাল বিমানবন্দর থানার ০১ টি ও গৌরনদী মডেল থানা ০১ টি মোট ০২ টি মাদক মামলা রহিয়াছে। তাহার গৌরনদী সহ আশেপাশের থানা এলাকায় মাদক সরবরাহ করিয়া থাকে। তাদের বিরুদ্ধে গৌরনদী থানার মামলা নং-১১, তারিখ-১৪/০৮/৫০২১, ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ৩৬(১) এর ১০(ক)/১৯(ক) রুজু করা হয়।

 
Copyright © 2023 Superintendent of police, Barishal. Developed by ICT Section.