Apps

Picture

পুনাক বরিশাল এ সামাজিক বনায়ন কর্মসূচির বরিশাল জেলা তে বৃক্ষরোপণ কর্মসূচি পালন।

Picture

১১.০৮.২০১৯ খ্রি. তারিখে

" মুজিববর্ষে অঙ্গীকার করি সোনার বাংলা সবুজ করি "

স্লোগানকে সামনে রেখে জুম কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ পুলিশ ও পুনাক এর সামাজিক বনায়ন কর্মসূচি শুভ উদ্বোধন ঘোষণা করেন পুনাকের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ পুলিশ এর সুযোগ্য ইন্সপেক্টর জেনারেল ডক্টর বেনজীর আহমেদ বিপিএম-বার। সারাদেশের মতো জেলা পুলিশ ও পুনাক বরিশাল এ সামাজিক বনায়ন কর্মসূচির বরিশাল জেলা তে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে। এসময় বরিশাল জেলা পুনাক সভানেত্রী তৌফিকা রফিক এবং সহ-সভানেত্রী আফরোজা পারভীনসহ পুনাক নেতৃবৃন্দ বিভিন্ন প্রকারের ফলদ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ করেন। এ সময় বরিশাল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মারুফ হোসেন পিপিএম এঁর পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন জনাব মোঃ শাহজাহান হোসেন বরিশাল জেলা পুলিশ লাইনসএ বিভিন্ন ধরনের গাছের চারা রোপণ করেন। অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার্স ফরহাদ সরদারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন ।

 
Copyright © 2023 Superintendent of police, Barishal. Developed by ICT Section.