অদ্য ২৯-০১-২০২১খ্রিঃ গৌরনদী থানা কম্পাউন্ডে আগামী ৩০ জানুয়ারি গৌরনদী পৌরসভা নির্বাচন সংক্রান্তে বরিশাল জেলা পুলিশ সুপার জনাব মোঃ মারুফ হোসেন পিপিএম মহোদয় অফিসার ও ফোর্সদের নিয়ে ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্রিফিং প্যারেডে উপস্থিত অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন এবং নির্বাচনী আচরণবিধি মেনে ডিউটি পালনের নির্দেশ প্রদান করেন। ব্রিফিং প্যারেডের এক পর্যায়ে গৌরনদী পৌরসভার নির্বাচনে অংশগ্রহণকারী মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় কালে সকল প্রার্থীদের উদ্দেশ্যে নির্বাচনী আচরণবিধি মেনে নির্বাচন কার্যক্রম সম্পন্নের জন্য সতর্ক করেন। আলোচ্য মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অফিসার ইনচার্জ গৌরনদী থানা, বরিশাল। এছাড়া উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন জনাব বিপীন চন্দ্র বিশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তা,জনাব মোঃ শাহজাহান হোসেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি),জনাব মোঃ মিজানুর রহমান তালুকদার উপজেলা নির্বাচন অফিসার, জনাব মোঃ নুরুল আলম রিটাইনিং অফিসার,মোসাঃ মরিয়ম আক্তার আনসার ভিডিপি কর্মকর্তা এবং পুলিশ সদস্য ও আনসার সদস্যবৃন্দ।