চলমান পৌরসভা নির্বাচনের অংশ হিসেবে তৃতীয় পর্যায়ে আগামী ১৪ ফেব্রুয়ারী ২০২১ খ্রিঃ মুলাদী পৌরসভার নির্বাচন সংক্রান্তে বরিশাল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মারুফ হোসেন পিপিএম মহোদয়ের পৌরসভার মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সাথে মুলাদী থানা কম্পাউন্ডে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জনাব মোঃ ফয়েজ উদ্দিন, অফিসার ইনচার্জ মুলাদী থানা, বরিশাল এর সভাপতিত্বে আলোচ্য সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মহোদয় অবাধ নিরপেক্ষ নির্বাচন সম্পন্নে পুলিশ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করবে এবং নির্বাচন কালীন সময়ে সব ধরণের আইনি সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পুলিশ সুপার মহোদয় আরো বলেন যাতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন জনাব শুভ্রা দাস,উপজেলা নির্বাচন অফিসার,মুলাদী,বরিশাল, জনাব মোঃ শাহজাহান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা,বরিশাল, জনাব মো:মতিউর রহমান, সহকারী পুলিশ সুপার,মুলাদী সার্কেল, উপজেলা নির্বাচন অফিসার, মুলাদী,এছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত পৌরসভা নির্বাচনের সকল মেয়র প্রার্থী,কাউন্সিলর প্রার্থী,ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী সহ উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।