Apps

Picture

ড. বেনজীর আহমেদ, ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ মহোদয়ের বরিশাল জেলা শুভাগমন/২০২০খ্রিঃ

Picture

অদ্য ০৭ ডিসেম্বর/২০২০ খ্রিস্টাব্দ বাংলাদেশ পুলিশের অভিভাবক, বাংলাদেশ পুলিশ উজ্জল নক্ষত্র জনাব ড. বেনজীর আহমেদ, বিপিএম(বার), ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ বরিশাল জেলায় শুভ আগমন করেন। সফরকালে তিনি বেলা ১১.০০ টার সময় বাংলাদেশ পুলিশের হেলিকপ্টারে করে বরিশালস্থ বঙ্গবন্ধু উদ্যানে নামেন। সেখান থেকে সরাসরি যথাযথ পুলিশ প্রহরায় বরিশাল জেলার নবনির্মিত পুলিশ সুপারের কার্যালয় এসে উদ্ভোধনের প্রাক্কালে নতুন ভবনের সালামী মঞ্চে গার্ড অব অর্নার প্রদর্শণ করা হয় এবং মাননীয় আইজিপি মহোদয় লাল ফিতা কেটে নব নির্মিত পুলিশ সুপারের কার্যালয় শুভ উদ্ভোধন শেষে নতুন ভবনের সম্মেলন কক্ষ, পুলিশ সুপারের অফিস কক্ষসহ অন্যান্য অফিসসমূহ ঘুরে দেখেন। পরবর্তীতে বরিশাল জেলা পুলিশ লাইন্সের নব নির্মিত প্রধান ফটক “প্রত্যয়” উদ্ভোধন করেন।

 
Copyright © 2023 Superintendent of police, Barishal. Developed by ICT Section.