গৌরনদী মডেল থানা
থানার এলাকার বসবাসরত জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চয়তা বিধান। থানার সকল ফোর্স ও অফিসারদের সুযোগ সুবিধাসহ অন্যান্য কার্যক্রম নিশ্চিত করা।ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যাবতীয় বৈধ আদেশ-নির্দেশ পালন করা। অপরাধ নিয়ন্ত্রণে বাস্তব ভিত্তিক আইন সম্মত ব্যবস্থা গ্রহণ করা। বিজ্ঞ আদালতের আদেশ-নির্দেশ যথাযথভাবে কার্যকরি করা। আইন-শৃঙ্খলা সমুন্নত রাখা। গোয়েন্দা তথ্য সংগ্রহ করা। রাজনৈতিক বিশৃঙ্খলা, মাদক, চোরাচালান ইত্যাদি সকল ধরণের অন্যায়-অপরাধ দমন করা। অপরাধ দমন করা জন্য অভিযোগ বক্স স্থাপন করা হয়েছে। মাদকাসক্তদের নিরাময় কেন্দ্রে প্রেরণসহ তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার ব্যবস্থা করা। স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং, কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং ও উঠান বৈঠকের মাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সচেতন করে গড়ে তোলা । ট্রাফিক সচেতনতা বৃদ্ধি করা। ওপেন হাউজ-ডে এর মাধ্যমে সাধারণ জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেয়া। অপরাধ দমন করা জন্য অভিযোগ বক্স স্থাপন করা হয়েছে। মাদকাসক্তদের নিরাময় কেন্দ্রে প্রেরণসহ তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার ব্যবস্থা করা।
মাহিলাড়া মঠ
আয়তন : 147.89 বর্গ.কিলোমিটার
থানার টেলিফোন নম্বর: 0432256115
মোবাইল নম্বর: 01320151290
অবস্থান : উত্তরে কালকিনী উপজেলা, পূর্বে বাবুগঞ্জ উপজেলা, মুলাদি উপজেলা ও কালকিনী উপজেলা, দক্ষিণে উজিরপুর উপজেলা এবং পশ্চিমে আগৈলঝারা উপজেলা।