সিপিও :
কমিউনিটি পুলিশ অফিসারের দায়িত্ব ও কর্তব্য : থানার সেকেন্ড অফিসার পদাধিকার বলে সিপিও বা কমিউনিটি পুলিশ অফিসারের দায়িত্ব পালন করে থাকেন। সিপিও হিসেবে তিনি নিম্নে বর্ণিত দায়িত্ব পালন করে থাকেন।
- দায়িত্বপ্রাপ্ত এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে গঠিত কমিউনিটি পুলিশিং কমিটির স্থানীয় জনসাধারণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সু-সম্পর্ক বজায় রেখে অপরাধ দমন করতে হবে এবং অপরাধের কুফল সম্পর্কে জনসাধারণকে সচেতন করতে হবে।
- থানা এলাকার প্রতিটি বিটে দায়িত্বপ্রাপ্ত সাব-ইন্সপেক্টর উক্ত এলাকার সার্বিক অপরাধ কার্যক্রম নিয়মিত মনিটরিং করছেন কিনা তা তদারকি করবেন এবং অপরাধের কুফল সম্পর্কে জনসাধারণকে সচেতন করবেন।
- উঠান বৈঠকের মাধ্যমে অপরাধের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করবেন।
- বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং ও স্টুডেন্ট কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে যুব সমাজ, শিক্ষার্থী ও জনসাধারণের মধ্যে সকল অন্যায় ও অপরাধের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করবেন।
সিপিএফ কমিউনিটি পুলিশিং ফোরামের দায়িত্ব ও কর্তব্য :
- যেকোন ধরণের অপরাধের বিষয়ে তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে বা বিট এলাকায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসারকে সংবাদ দেয়া।
- থানা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে আয়োজিত সকল সভা, সেমিনারে যোগদান করা।
- পুলিশের প্রতি জনগণের আস্থা বৃদ্ধির লক্ষ্যে যেকোন ধরণের কল্যাণমূলক কার্যক্রমে পুলিশকে সম্পৃক্ত করা।
- অপরাধ দমন ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ এবং কমিউনিটি পুলিশিং ফোরম কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা।
- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, কিশোর অপরাধ প্রতিহত করণ, ইভটিজিং রোধ, বাল্যবিবাহ প্রতিহতকরণসহ নারী ও শিশুদের প্রতি যেকোন নির্যাতন প্রতিরোধে পুলিশকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করা।
- সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিহতকরণের লক্ষ্যে পুলিশকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করা।