জনাব মোঃ আব্দুর রব হাওলাদার
অতিরিক্ত পুলিশ সুপার
বিপি নং-৬৩৮৮০৮৫২৯৮
সরকারী মোবাঃ 01320151151
নিজ জেলা-পিরোজপুর
ব্যক্তিগত মোবাঃ ০১৭১১৪১৭৮২৭
কর্মকান্ড/কার্যক্রম
১। সার্কেলের সকল পুলিশী কার্যক্রম তদারকী করা।
২। সার্কেলের অধীনস্থ থানা সমূহের অপরাধ মানচিত্র সমীক্ষা এবং সম্পত্তি সংক্রান্ত যেসব অপরাধ সংঘটিত হয় সেগুলোর বুদ্ধিভিত্তিক বিশ্লেষণ করা।
৩। দুশ্চরিত্র লোকদের নজরদারী করার জন্য থানাগুলোকে তদারকী করা।
৪। সার্কেলে লাইসেন্স প্রাপ্ত অস্ত্র ও গোলাবারুদ বিক্রেতার স্থান বা দোকান পরিদর্শন করা এবং হিসাব ও মজুদ নিরীক্ষা করা।
৫। বড় পেট্রোলিয়াম স্থাপনা ও গুদাম পরিদর্শন করা।
৬। সকল মামলার তদন্ত তদারকী করা।
৭। পুলিশ সুপার নির্দেশিত অন্যান্য যাবতীয় কার্যম্রম সম্পন্ন করা।
৮। উর্ধ্বতন ইউনিট থেকে প্রাপ্ত বিভিন্ন অভিযোগের বিষয় অনুসন্ধান করা।
৯। থানা ক্যাম্প ফাঁড়ি এবং তদন্ত কেন্দ্র সমূহ নিয়মিত ও আকস্মিক পরির্দন করা।
রাত্রকালীন রণ পাহারা এবং চেকপোস্টসমূহ নিয়মিত তদারকী করা।
গৌরনদী ও আগৈলঝাড়া ২টি থানার অধিক্ষেত্র নিয়ে গৌরনদী সার্কেলের কার্যক্রম পরিচালিত হয়। এখানে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার একজন কর্মকর্তা সার্কেল এর দায়িত্ব পালন করেন।
গৌরনদী সার্কেল অবস্থান : গৌরনদী লঞ্চ ঘাটের দক্ষিণ পার্শ্বে চর গাধাতলী এলাকায় অবস্থিত।
মোবাইল নম্বর: 01320151151
টেলিফোন নম্বর:04322-56117